হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গাদীরে খুমে নবীপাক (সঃ) হযরত আলি (আঃ)-কে মওলা ঘোষণা করেছিলেন ৷ এই ঘোষণাটি এতটা গুরুত্বপূর্ণ ছিলো যে খোদ আল্লাহ বলেছেনঃ "যা এই ঘোষণা না করেন তাহলে রিসালতের কোন কাজ আঞ্জাম দেওয়া হলো না ৷"
সূত্রঃ মায়েদা ৬৭
নবীপাকের আনিত রেসালতের পূর্ণাঙ্গ দ্বীনকে সুরক্ষিত রাখতে তিনি গাদীরে খুমের গুরুত্বপূর্ণ ঘোষনাটি লিখিত করতে চেয়েছিলেন ৷ এজন্য বৃহস্পতিবারে বিছানায় শায়িত অবস্থায় কাগজ কলম চায়লেন ৷
মওলা আলি (আঃ)কে কেউ আড়াল যেন না করতে পারে, মওলা আলির বেলায়ত থেকে উন্মাত দূরে সরে গিয়ে যাতে পথভ্রষ্ট না হয় তারজন্য লিখিত করতে চায়লেন ৷
কিন্তু কিছু লোক ক্ষমতা লোভি আলি আঃএর বেলায়তকে ভয় পেলো ৷ এ জন্য নবীকে পাগল বলে আখ্যাও দিলো ৷
গাদীরে খুমে মওলা আলি আঃএর বেলায়তের ঘোষনাটি তাদের নিকট নবীর পাগলামী ছিলো (নাউজুবিল্লাহ)
দ্বীন ইসলাম যে বেলায়তের সাক্ষ্য দ্বারা পরিসম্পাতি ঘটেছে, সেই বেলায়তের ঘোষনাকারীকেই তারা পাগলামী বলে আখ্যা দিলো ৷
অথচ নবী সঃ ছিলেন মানবিকতার চূড়ান্ত নূর ৷ সর্বশ্রেষ্ট জ্ঞানী ও বিচক্ষণ ৷
রচনাঃ মুস্তাক আহমদ
২০ - ০৭ – ২০২২
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।